ব্রেক্সিট ইস্যুতে আরো এক ব্রিটিশ মন্ত্রীর পদত্যাগ

|

ব্রেক্সিট ইস্যুতে পদত্যাগ করলেন ব্রিটিশ মন্ত্রিসভার প্রভাবশালী সদস্য অ্যাম্বার রাড। তিনি কর্মসংস্থান ও পেনসন বিষয়ক মন্ত্রী ছিলেন। শনিবার, কনজারভেটিভ দলের হুইপ এবং প্রধানমন্ত্রী বরাবর দেন ইস্তফাপত্র।

সেখানে তিনি দুঃখ প্রকাশ করেন, বিচ্ছেদ ইস্যুতে মতামত জানানোর জন্য যখন ২১ টোরি নেতাকে বরখাস্ত করা হলো; সেসময় তিনি বাধা দিতে পারেননি।

রাড আরও জানান, চুক্তিসহ বিচ্ছেদ সরকারের মূল লক্ষ্য নয়। যে কারণে পদত্যাগের মতো সিদ্ধান্ত নিলেন তিনি। অবশ্য, প্রভাবশালী এই মন্ত্রিপরিষদ সদস্যের পদত্যাগে হতাশা ব্যক্ত করেছে ১০ নম্বর ডাউনিং স্ট্রিট।

বুধবার, চুক্তিহীন ব্রেক্সিট এবং আগাম নির্বাচন ঠেকাতে কংগ্রেসে তোলা হয় একটি বিল। যা, উভয়কক্ষে পাস হয়ে আইনে পরিণত হয়েছে। ২০১৬ সাল পর্যন্ত, যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন অ্যাম্বার রাড।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply