বালু উত্তোলনের দায়ে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

|

কামাল হোসাইন,নেত্রকোণা
নেত্রকোণায় কংস নদীতে অবৈধ পন্থায় বালু উত্তোলনের দায়ে ৫ প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

নেত্রকোণা সদর উপজেলার বড়ওয়ারী এলাকায় কংস নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের বিষয়টি প্রশাসনের নজরে আসে। পরে বালু উত্তোলনে ব্যবহৃত ড্রেজার মেশিন সহ ৫ট প্রতিষ্ঠানকে ১৮ লাখ টাকা জরিমানা ও সকল সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে ফেলা হয়। এদিকে অভিযানের খবর পেয়ে অন্যান্য বালু উত্তোলনকারীরা সটকে পরে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে এ অভিযান পরিচালনা করেন নেত্রকোণা সদর উপজেলা ভূমি কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ। এ সময় জেলা প্রশাসনে বিভিন্ন পর্যায়ে কমকর্তাসহ পুলিশ প্রশাসনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply