স্মিথ ম্যাজিকে অস্ট্রেলিয়ার হাতেই থাকছে অ্যাশেজ

|

ম্যানচেস্টারে চতুর্থ টেস্টে ইংল্যান্ডকে ১৮৫ রানে হারিয়ে অ্যাশেজ নিজেদের কাছেই রেখে দেয়া নিশ্চিত করলো অস্ট্রেলিয়া। যদিও চলতি অ্যাশেজের আরেকটি টেস্ট বাকি আছে। পঞ্চম টেস্ট ম্যাচটি ইংলিশরা জিতলে সিরিজ ড্র হবে। তবে অ্যাশেজ অস্ট্রেলিয়ার কাছেই থাকবে। কারণ এর আগের ২০১৭-১৮ মৌসুমের অ্যাশেজ সিরিজটিও জিতেছিল অজিরা।

পঞ্চম ও শেষ দিনে রোমাঞ্চকর জয় পেয়েছে অস্ট্রেলিয়া। শেষ ইনিংসে ইংল্যান্ডের সামনে ৩৮৩ রান টার্গেট ছিল। ১৯৭ রানেই তারা গুটিয়ে গেছে তবে দিনের আর ১৩-১৪ ওভারের মতো পার করে দিতে পারলে ম্যাচ বাঁচিয়ে ফেলতে পারতো ইংলিশরা। হেডিংলিতে চতুর্থ ইনিংসে বেন স্টোকসের অবিশ্বাস্য সেঞ্চুুরির পর এই দলটাকে দিয়ে সব সম্ভবই মনে হচ্ছিল। দু’দলের মধ্যে স্পষ্ট ব্যবধান গড়ে দিয়েছেন সাবেক অজি অধিনায়ক স্টিভেন স্মিথ। প্রথম ইনিংসে ২১১ রানের অসাধারণ ইনিংসটির পর দ্বিতীয় ইনিংসেও খেলেছেন ৮২ রানের ক্যামিও। বলাই বাহুল্য ম্যান অব দ্যা ম্যাচ স্মিথই হয়েছেন।

১২ সেপ্টেম্বর অ্যাশেজের পঞ্চম ও শেষ টেস্টটি হবে ওভালে। ইংল্যান্ড অন্তত ম্যাচটি জিতে সিরিজ ড্র করতে চাইবে। আর অজিদের সামনে টানা দ্বিতীয়বারের মতো অ্যাশেজ জয়ের হাতছানি। তবে ফলাফল যাই হোক নিয়ম অনুযায়ী ওভালে অ্যাশেজ আর্ন হাতে ফটোসেশন করবেন টিম পেইন। সবশেষ দীর্ঘ ১৮ বছর আগে স্টিভ ওয়াহ ইংল্যান্ডের মাটিতে অ্যাশেজ জিতেছিলেন ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply