ভূমধ্যসাগর থেকে ৫০জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার

|

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূল থেকে নারী ও শিশুসহ ৫০জন অভিবাসন প্রত্যাশীকে উদ্ধার করা হয়েছে।

সাগরপথে ইউরোপযাত্রাকালে রোববার তাদের উদ্ধার করে নরওয়ের উদ্ধারকারী জাহাজ- ভাইকিং ওশেন।

কর্তৃপক্ষ জানায়, দুর্যোগপূর্ণ আবহাওয়ায় ছোট একটি রাবারের নৌকায় হাবুডুবু খাচ্ছিল নৌকাটি। ইঞ্জিন নষ্ট হয়ে যাওয়ায় ইতালি, মাল্টা, লিবিয়া ও নরওয়ে কর্তৃপক্ষের কাছে জরুরি সহায়তা চেয়ে ফোন করে আশ্রয়প্রার্থীরা।

এর প্রায় ১৪ ঘণ্টা পর নৌকার হদিস মিললে উদ্ধার করা হয় তাদের। আশ্রয়প্রার্থীদের বেশিরভাগই আফ্রিকার বিভিন্ন দেশের নাগরিক। এক গর্ভবতী নারীও ছিলেন উদ্ধারকৃতদের মধ্যে।

এদিকে স্পেনের গ্র্যান ক্যানারিয়া উপকূল থেকে উদ্ধার করা হয়েছে ৩০ জনের বেশি অভিবাসন প্রত্যাশী। এই দলটিতেও রয়েছে শিশু ও গর্ভবতী নারী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply