নিরাপদ পানির অভাব: উগান্ডায় কলেরার প্রকোপ

|

আফ্রিকার দেশ উগান্ডায় কলেরার প্রকোপ দেখা দিয়েছে। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে মানবিক সহায়তা সংস্থা রিফিল ওয়েব শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইতোমধ্যে ৫টি জেলায় কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে।

জেলাগুলো হলো- কেগেগওয়া, বুদুদা, কিসোরো, ইসিনজিরো ও বুসিয়া। গত তিন মাসে অন্তত ২৪১ জনের মধ্যে কলেরা রোগ ধরা পড়েছে এবং অন্তত ২ জন মারা গেছেন।

এমতাবস্থায় আক্রান্ত জেলার মানুষদের জন্য নিরাপদ পানির ব্যবস্থা করতে সরকারি কর্তৃপক্ষ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছে। একইসাথে ঘরদোর পরিষ্কার রাখা এবং সাধারণ মানুষের মধ্যে হাত ধুয়ার সময় সাবান ব্যবহারে সচেতনতা তৈরিতে কাজ করছে সরকার।

নিরাপদ পানির ব্যবহারের দিক থেকে উগান্ডা বিশ্বের পিছিয়ে থাকা দেশগুলোর অন্যতম।

নিরাপদ পানি ও পয়নিষ্কাশন নিয়ে কাজ করা সংস্থা ওয়াটার ডট ওআরজি’র প্রকাশিত চলতি বছরের এক প্রতিবেদনে বলা হয়েছে, উগান্ডার ৬১ শতাংশ নাগরিকের নিরাপদ পানি ব্যবহারের সুযোগ নেই। আর ৭৫ শতাংশ মানুষের নেই উন্নত স্যানিটেশন ব্যবহারের সুযোগ।

গত দুই দশকে অর্থনৈতিক দিক থেকে বেশ আগালেও দেশটিতে সাধারণ মানুষের জীবনমান সেভাবে বৃদ্ধি হয়নি। নিরাপদ পানি, স্যানিটেশন সহ বেশ কিছু বিষয়ে এখনও বহু পিছিয়ে আছে আফ্রিকার দেশটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply