বজ্রপাত থেকে জীবন রক্ষায় ১ লাখ তাল বীজ রোপন

|

নিজস্ব প্রতিনিধি, নওগাঁ.

বজ্রপাত থেকে জীবন রক্ষা, জলবায়ুর প্রভাব মোকাবেলা ও প্রকৃতির ভারসাম্য রক্ষায় বরেন্দ্র অঞ্চলে এক লাখ তাল গাছ গড়ে তোলার কাজ শুরু হয়েছে নওগাঁয়।

স্থানীয় একদল তরুন সামাজিক সংগঠন ‘মানব সেবা’র ব্যানারে এই কর্মসূচি হাতে নিয়েছে। এতে সহযোগিতা করছে ধামইরহাট উপজেলা প্রশাসন।

সকালে ধামইরহাট উপজেলার পিরলডাঙ্গা এলাকায় তাল বীজ রোপন করে কার্যক্রমের উদ্বোধন করা হয়। কার্যক্রমের উদ্বোধন করেন ধামইরহাট উপজেলা চেয়ারম্যান আজাহার আলী ও নির্বাহী অফিসার (ইউএনও) গণপতি রায়।

এ সময় উপস্থিত ছিলেন ধামইরহাট সরকারী এমএম কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, মানব সেবার সভাপতি রাসেল মাহমুদসহ অন্যান্য সদস্য, স্থানীয় সামাজ কর্মী ও গণ্যমান্য ব্যক্তি বর্গ।

আয়োজকরা জানান, এই কর্মসূচির মাধ্যমে মাসব্যাপী জেলার বিভিন্ন স্থানে সরকারি জায়গায়, ফাঁকা স্থানে, সড়ক ও খেলার মাঠের পাশে ১ লাখ তাল বীজ রোপন করবেন তারা।

প্রকৃতির ভারসাম্য রক্ষায় তাল গাছসহ ফলজ ও বনজ বৃক্ষ রোপনের মধ্যদিয়ে বনভূমি গড়ে তোলার আহ্বান জানান আয়োজকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply