ক্যান্সারের কথা বলে রোগীর স্তন কেটে ফেললো ভুয়া চিকিৎসক

|

স্টাফ করেসপন্ডেন্ট, নেত্রকোণা:

শারীরিক সমস্যা নিয়ে যাওয়া নারীকে চিকিৎসক জানালেন তার স্তন ক্যান্সার হয়েছে। বিস্তারিত কিছু না জানিয়েই অপারেশনের নামে কেটে ফেলেন স্তন। সেই রোগী এখন মৃত্যুর সাথে লড়ছেন। আর ভুয়া চিকিৎসককে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনা নেত্রকোণা জেলার খালিয়াজুরী উপজেলার পাঁচহাট বাজারের।

সোমবার রাতে মানিক তালুকদার নামে ঐ ব্যক্তিকে পুলিশ পাঁচহাট বাজারের ইকবাল হোমিও হল থেকে গ্রেফতার করেছে। এর আগে ভুক্তভোগি মানিক তালুকদারের নামে লিখিত অভিযোগ করে খালিয়াজুরী থানায়।

অভিযোগে বলা হয়, গত ০৭ এপ্রিল পাঁচহাট বাজারের ইকবাল হোমিও হলে তাকে ডেকে নিয়ে যায় ইকবাল নামের এক ব্যক্তি। সেখানে তাকে অজ্ঞান করে অপারেশনের মাধ্যমে আমার বাম স্তন কেটে ফেলে।

গ্রেফতারকৃত মানিক তালুকদার মদন উপজেলার কাতলা গ্রামের আমির উদ্দিন তালুকদারের ছেলে।

খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হক বলেন, মূলত তিনি একজন ভুয়া চিকিৎসক। গ্রেফতারের পর মানিক তালুকদার নিজেকে হোমিও ডাক্তার হিসাবে পরিচয় দেন। তার কাছে শিক্ষাগত যোগ্যতার সনদপত্র দেখতে চাইলে তিনি তা দেখাতে পারেনি। সে মা ও শিশু, চর্ম ও যৌন সার্জারিতে বিশেষ অভিজ্ঞ এমন পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করে আসছে। এ ঘটনায় মামলা দায়ের হয়েছে।

প্রতারককে মঙ্গলবার দুপুরে নেত্রকোণা কোর্টে প্রেরণ করা হয়েছে। আর রোগী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply