বেনাপোল বন্দর থেকে ৮৪ কোটি রাজস্ব আদায়

|

বেনাপোল প্রতিনিধি
ভারত সীমান্তে স্থলপথে আমদানি-ররফতানি তথা বাণিজ্যিক কার্যক্রম পরিচালনার জন্য বেনাপোল স্থলবন্দর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সর্ববৃহৎ স্থলবন্দর। বেনাপোল থেকে কোলকাতার দুরত্ব কম হওয়ায় এ বন্দর ব্যবহার করে স্থলপথে প্রায় ৮০ শতাংশ আমদানি-রফতানি বাণিজ্য হয়ে থাকে। প্রতি বছর এই বন্দর দিয়ে পণ্য আমদানি-রফতানির পরিমাণ প্রায় ৩০ হাজার কোটি টাকা। অবকাঠামোগত উন্নয়নের জন্য অন্য বছরের তুলনায় প্রায় দ্বিগুণ রাজস্ব আদায় হয়েছে। গত অর্থ বছরে বন্দরের পণ্যাগারের ভাড়াসহ বিভিন্ন খাত থেকে রাজস্ব আদায় হয়েছে ৮৪ কোটি টাকা।

বেনাপোল স্থল বন্দরের পরিচালক প্রদোষ কান্তি দাস (উপ-সচিব) বলেন, গত অর্থ বছরে এ বন্দরে রেকর্ড পরিমান রাজস্ব আদায় হয়েছে। যার পরিমাণ ৮৪ কোটি টাকা। বাংলাদেশের ইতিহাসে ইতিপূর্বে এই পরিমাণ রাজস্ব আদায় হয়নি। গত ২০১৭-১৮ অর্থ বছরে রাজস্ব আদায় হয়েছিল ৪৮ কোটি টাকা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply