বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় চিত্রনায়িকা শিমলাকে জিজ্ঞাসাবাদ

|

চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টার ঘটনায় চিত্রনায়িকা শিমলাকে প্রায় ৩ ঘন্টা জিজ্ঞাসাবাদ করেছে মামলার তদন্তকারি সংস্থা কাউন্টার টেরোরিজম ইউনিটের কর্মকর্তারা। সকাল ১০টা থেকে বেলা প্রায় ১ টা পর্যন্ত চট্টগ্রাম মহানগরীর দামপাড়ায় কাউন্টার টেরোরিজম অফিসে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়।

জিজ্ঞাসাবাদে বিমান ছিনতাই চেষ্টাকারী পলাশ আহমেদের সঙ্গে প্রেম, বিয়ে ও পরবর্তীতে বিচ্ছেদ, কথিত আর্থিক লেনদেন সহ নানা বিষয়ে তথ্য দেন চিত্রনায়িকা শিমলা।

মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজম ইউনিটের পরিদর্শক রাজেশ বড়ুয়া জানান, ঘটনার পর থেকে ভারতে অবস্থান করছিলেন শিমলা। চাঞ্চল্যকর এ মামলার তদন্তের স্বার্থে বেশ কিছু বিষয় জানার প্রয়োজন ছিলো। জিজ্ঞাসাবাদে কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে বলে জানান তিনি।

গত ২৪ ফেব্রুয়ারি সন্ধ্যায় বাংলাদেশ বিমানের দুবাইগামী ফ্লাইটটি ছিনতাইয়ের চেষ্টা করলে পাইলট চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে জরুরি অবতরণ করান। এসময় কমান্ডো অভিযানে নিহত হন ছিনতাইচেষ্টাকারী পলাশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply