বার্সেলোনার টার্কিশ মিডফিল্ডারের কারাদণ্ড

|

হাসপাতালে বন্দুকের গুলি ছোড়ার অপরাধে বার্সেলোনার টার্কিশ মিডফিল্ডার আর্দা তুরানের দুই বছর ৮ মাসের জেল হয়েছে।

বার্সেলোনা থেকে দুই বছরের লোনে এই মুহর্তে ইস্তাম্বুল বাসাক-সাহির ক্লাবে খেলছেন তুরান। আদালত তুরানকে দুই বছর আট মাসের জেলের সাজা দিলেও আপাতত মুক্ত এই মিডফিল্ডার।

আগামি ৫ বছর আর কোন অপরাধ না করলে সাজা ভোগ কারতে হবে না তাকে। তবে অপরাধ করলেই কারাদণ্ড।

গেল বছর অক্টোবরে একটি নাইট ক্লাবে তুরস্কের গায়ক বার্কি শাহিন ও তার স্ত্রীর সাথে বিবাদে জড়ান তুরান। ঘটনায় আহত শাহিন ও তাঁর স্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গিয়ে গুলি ছুড়ে আতঙ্ক ছড়ান এই ফুটবলার। এই অপরাধের জন্য তাকে দুই দশমিক ৫ মিলিয়ন টার্কিস লিরা জরিমান করে তুরানের ক্লাব ইস্তাম্বুল বাসাক-সাহির।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply