গণতন্ত্রের দাবিতে হংকংয়ে মানববন্ধন

|

কয়েক সপ্তাহের বিক্ষোভ সহিংসতার পর গণতান্ত্রিক অধিকার আদায়ে শান্তিপূর্ণ মানববন্ধন কর্মসূচি পালিত হলো হংকংয়ে। শুক্রবার মানববন্ধনে অংশ নেন হাজার হাজার জনতা।

শহরের গুরুত্বপূর্ণ এলাকায় লণ্ঠন ও মুঠোফোনের ফ্ল্যাশ জ্বালিয়ে প্রতিবাদ জানায় তারা। গান ও শ্লোগানে মুখরিত হয় বিশাল এলাকা।

এসময় চীনের প্রভাবমুক্ত সরকারের দাবিতে প্ল্যাকার্ড হাতে যোগ দেন সব বয়সের নারী-পুরুষ। দাবি তোলেন গণতন্ত্র ও স্বাধীনতার পক্ষে। নিরাপত্তায় মোতায়েন ছিল পর্যাপ্ত পুলিশ। তবে শান্তিপূর্ণ এ কর্মসূচিতে বাঁধা দেয়নি নিরাপত্তা বাহিনী।

অপরাধী প্রত্যর্পন বিল বাতিলের দাবিতে চীনা স্বায়ত্ত্বশাসিত প্রদেশটিতে আন্দোলন শুরু হয় গত জুনে। বিতর্কিত বিলটি বাতিল হলেও গণতন্ত্রের দাবিতে অব্যাহত বিক্ষোভ।

আন্দোলন দমনে প্রশাসনের কঠোর অবস্থানের কারণে প্রায় নিয়মিতই ঘটছে সহিংসতার ঘটনা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply