‘মিয়ানমার থেকে ভারত হয়ে বাংলাদেশে ঢুকছে ইয়াবা’

|

মিয়ানমার থেকে ভারত হয়ে বাংলাদেশে ঢুকছে ইয়াবা। এক সচেতনতামুলক সভায় এ তথ্য দেন বিজিবি সিলেট সেক্টর কমান্ডার কর্ণেল এএসএম খায়রুল কবির। সিলেট সীমান্তে হত্যা,চোরাচালন রোধ,অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ সীমান্ত ব্যবস্থাপনা নিয়ে সীমান্ত এলাকার মানুষের সাথে সচেতনতামুলক সভায় তিনি এ কথা বলেন। সোমবার বিকেলে সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং মুসলিমনগর প্রাথমিক বিদ্যালয় মাঠে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সীমান্তে হত্যা বন্ধ করতে সম্প্রতি বিএসএফের সাথে বিজিবির বৈঠক হয়েছে। মাদক পাচার, গরু চোরাচালান,অস্ত্র চোরাচালান, ইয়াবাপাচার ও সীমান্তে বিভিন্ন অপরাধ রোধ ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে একযোগে কাজ করার জন্য সম্মত হয়েছে ভারত- বাংলাদেশ। সেক্ষেত্রে সুষ্ঠু সীমান্ত ব্যবস্থাপনার জন্য সীমান্ত এলাকার মানুষের ভূমিকা রাখতে হবে।

সভায় বিজিবি সিলেট সেক্টরের কমান্ডার কর্ণেল এএসএম খায়রুল কবির,বিজিবি-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্ণেল আহমেদ ইউসুফ জামিল,সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন,গোয়াইনঘাট উপজেলা চেয়ারম্যান ফারুক আহমদ,উপজেলা নির্বাহী কর্মকর্তা বিশ্বজিৎ কুমার পাল প্রমুখ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply