ইসরায়েলে চলছে সাধারণ নির্বাচন

|

পাঁচ মাসের ব্যবধাণে দ্বিতীয়বারের মতো হচ্ছে ইসরায়েলের সাধারণ নির্বাচন। স্থানীয় সময় সকাল ৭টা থেকে শুরু হয়ে, ভোটগ্রহণ চলবে রাত ১০টা পর্যন্ত।

গভীর রাতে আসতে পারে প্রাথমিক ফলাফল। এই নির্বাচনকে মূলতঃ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গণভোট হিসেবে দেখা হচ্ছে। কারণ, এপ্রিলের সাধারণ নির্বাচনে নিজেকে জয়ী ঘোষণা করলেও; পঞ্চমবারের মতো সরকার গঠনে ব্যর্থ হন নেতানিয়াহু। সেইবার, ১২০ আসনের পার্লামেন্ট- নেসেটে ৩৫টি করে আসনে জয় পায় ডানপন্থি লিকুদ পার্টি এবং মধ্যমপন্থি ব্লু এন্ড হোয়াইট পার্টি। আগাম নির্বাচনেও সাবেক সেনা কর্মকর্তা বেনি গানৎজের মুখোমুখে হতে হবে নেতানিয়াহুকে।

জনমত জরিপ বলছে, এককভাবে কোনপক্ষ নির্বাচনে জয়ী হবে না। সরকার গঠনে নিতে হবে তৃতীয়পক্ষের সমর্থন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply