লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত

|

কয়েকদিনের টানা বর্ষণ ও ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে গতকাল রাত থেকে তিস্তা নদীর পানি বৃদ্ধি পেতে শুরু করে। আজ সকাল ৬টায় ডালিয়া ব্যারেজ পয়েন্টে তিস্তা নদীর পানি বিপৎসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। রাতে পানির স্রোতে হাতীবান্ধা উপজেলার ধুবনি গ্রামের একটি রাস্তার প্রায় ৩০ ফিট ভেঙ্গে যায়। এতে ৫ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে।

এদিকে নদীর পানি বৃদ্ধির ফলে ব্যারেজের ভাটিতে থাকা লালমনিরহাটের হাতীবান্ধা,কালীগঞ্জ,আদিতমারী ও সদর উপজেলার নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো প্লাবিত হয়েছে। পানির চাপে তিস্তা নদীর ডালিয়া ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে দিয়েছে ব্যারেজ কর্তৃপক্ষ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply