বসত ঘর থেকে মা কেউটেসহ ১৪ বাচ্চা উদ্ধার

|

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের কলবাড়িতে বসত ঘর থেকে মা কেউটেসহ ২১ ডিম ও ১৪ বাচ্চা উদ্ধার করা হয়েছে।

স্থানীয়রা জানান, বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদের পাশে কলবাড়ী গ্রামের হরপ্রসাদ মন্ডল (৫০) এর বসত ঘর থেকে এই সাপ ও সাপের ডিম উদ্ধার করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, গতকাল বৃহস্পতিবার আনুমানিক দুপুরের দিকে এই বসত ঘরের কার্নিশ দিয়ে ৩ টি কেউটে সাপের বাচ্চা চলাচল করতে দেখা যায়। তাৎক্ষণিক হরপ্রসাদ মন্ডল স্থানীয়দের সহযোগিতায় উক্ত ৩ টি সাপ মেরে ফেলে। কিন্তু সাপগুলোর গতিপথ দেখে ধারণা করা হচ্ছিল- ঘরের কোথাও এদের বসবাস কিংবা সাপের গর্ত থাকতে পারে। সন্দেহের জায়গা থেকেই শুক্রবার (২০ শে সেপ্টেম্বর) ভোর বেলা আরও কয়েকজন যুবকদের নিয়ে ঘরের মেঝের মাটি খুঁড়লে বের হয়ে আসে কেউটে সাপের বাচ্চা। পর্যায়ক্রমে ঘরের অর্ধেক মাটি কাটা শেষ হলে বড় সাপের খোলস এবং সেই সাথে ২১ টি সাপের ডিম পাওয়া যায়৷
পরে সাপুড়িয়া বেদেদের নিয়ে এসে সাপের গর্ত থেকে মা সাপকেও উদ্ধার করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply