সৌদি ক্রাউন প্রিন্সকে ইসরায়েল সফরে গোয়েন্দা বিষয়ক মন্ত্রীর আমন্ত্রণ

|

ইসরায়েল গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসরায়েল কাটজ তার দেশে সৌদি আরবের ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানকে আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার ইসরায়েল ভিত্তিক পত্রিকা হারেৎজ এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

কাটজ আরও বলেন, ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে শান্তি আলোচনায় সৌদি আরব হতে পারে মধ্যস্থতাকারী দেশ। সৌদির সাথে ইসরায়েলের কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই।

তবে সাম্প্রতিক সময়ে দেশ দুটির কাছে ‘চিরশত্রু’ হিসেবে বিবেচিত ইরানের বিরুদ্ধে লড়তে অতীতের সব রীতিনীতি ভঙ্গ করে তেলাবিব ও রিয়াদ পরস্পরের প্রশংসা করছে।

সৌদি আরবকে আরব বিশ্বের নেতা হিসেবে আখ্যায়িত করে ইসরায়েলের মন্ত্রী বলেন, রিয়াদের মধ্যস্থতায় ফিলিস্তিনিদের সাথে আলোচনা বসতে পারলে আমরা খুশি হবো।

তিনি আরও বলেন, লেবাননে ইরান তার অস্ত্রাগার তৈরি করছে এ বিষয়ে ইসরায়েল সচেতন রয়েছে। চাইলে আমরা সিরিয়ার মতো লেবাননেও ইরানের অস্ত্রের ভাণ্ডারে হামলা করতে পারি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply