মাদক ব্যবসায়ীর বাড়ি চিহ্নিতকরণ ব্যানার লাগানো শুরু করেছে বিজিবি

|

ফেনী প্রতিনিধি

ফেনীতে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জায়লস্কর ৪ ব্যাটালিয়নের পক্ষ থেকে মাদক ব্যবসাকে নিরুৎসাহিত ও মাদক বিতক্রেতাকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য তাঁদের বাড়ি চিহ্নিতকরণ ও বাড়ির সামনে ‘ইয়াবা ব্যবসায়ী’ এবং ‘মাদক ব্যবসায়ীর বাড়ি’ ব্যানার লেখা শুরু করেছে।

বিজিবি সুত্র জানায়, গত বুধবার পরশুরাম উপজেলার দুবলারচাদ নামক এলাকা থেকে ২০টি ইয়াবা ট্যাবলেট এবং তিন বোতল ভারতীয় ফেনসিডিলসহ পরশুরাম বিজিবির সীমান্ত চৌকির (বিওপি) টহলদল জসিম উদ্দিন (৩৫) একজন মাদক বিক্রেতাকে গ্রেপ্তার করে। তাঁর বাড়ি ফেনীর পরশুরাম উপজেলার বাউরখূমা গ্রামে।

ফেনীর ৪ বিজিবি ব্যাটালিয়নের পক্ষ থেকে শুক্রবার ওই মাদক বিক্রেতার বাড়ির সামনে ব্যানারে ‘ইয়াবা ব্যবসায়ী’ লিখে চিহ্নিত করা হয়েছে।

বিজিবি জানিয়েছে, এভাবে পর্যায়ক্রমে সব মাদক ব্যবসায়ীদের বাড়ি একইভাবে চিহ্নিত করা হবে।

ফেনী ব্যাটালিয়ন ৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. নাহিদুজ্জামান বিজিবি কর্তৃক মাদক ব্যবসায়ীদের বাড়ি চিহ্নিতকরণ ও বাড়ির সামনে এবং ঘরের সাথে ব্যানারে লিখে চিহ্নিত করার সত্যতা নিশ্চিত করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply