লঞ্চে ছিনতাই: যাত্রীর ব্যাগ নিয়ে লাফিয়ে পড়লো মাঝ নদীতে

|

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি

ঢাকা থে‌কে ছে‌ড়ে যাওয়া পটুয়াখালীগামী এম‌ভি সুন্দরবন-৮ল‌ঞ্চে নারায়ণগ‌ঞ্জের ফতুল্লা এলাকায় ছিনতাইকারীর শিকার আক‌লিমা না‌মের এক যাত্রীর নদী‌তে ঝাঁপ দিয়েছেন। প‌রে অক্ষত অবস্থায় উদ্ধার ক‌রে‌ছে লঞ্চ কর্তৃপক্ষ।

আজ রাত সা‌ড়ে ৮টার দি‌কে ফতুল্লা স্টেশন থে‌কে ১০মি‌নিট দূ‌র‌ত্বে এ ঘটনা ঘ‌টে। এ সময় ছিনতাইকারী ওই যাত্রীর কা‌ঁধে ঝুলা‌নো এক‌টি হ্যান্ডব্যাগ নি‌য়ে যায় যার ম‌ধ্যে নগদ দুই হাজার টাকা ছিল ব‌লে জানা গে‌ছে।

সুন্দরবন-৮ লঞ্চের সুপারভাইজার মোঃ আনোয়ার হো‌সেন জানান, সন্ধ্যা সাতটার দি‌কে লঞ্চ‌টি ঢাকার সদরঘাট থে‌কে পটুয়াখালীর উ‌দ্দে‌শ্যে ছে‌ড়ে আ‌সে। প‌থে রাত সাড়ে ৮টার দি‌কে নারায়ণগঞ্জেের ফতুল্লা টার্মিনাল থে‌কে আ‌রো যাত্রী নি‌য়ে ছেড়ে আসে। লঞ্চ‌টি ৮-১০ মিনিট চলার পর গ্যাংমারি‌তে (লঞ্চের পিছনের ই‌ঞ্জিনরু‌মের পা‌শে) দাঁড়ানো ছিলেন আক‌লিমা না‌মের এক যাত্রী। হঠাৎ এক ছিনতাইকারী আক‌লিমার ব্যাগ নি‌য়ে নদী‌তে ঝাপ দি‌লে আক‌লিমাও নদী‌তে প‌ড়ে যান।

ছিনতাইকারী ব্যাগ নি‌য়ে পা‌লি‌য়ে গে‌লেও আকলিমা নদী‌তে ভাস‌তে থা‌কে। এসময় অন্যান্য যাত্রী‌দের চিৎকা‌রে কর্তৃপক্ষ লঞ্চ‌টি মাঝ নদী‌তে থা‌মি‌য়ে রা‌খে। প‌রে যাত্রীবা‌হী অন্য এক‌টি ট্রলার আক‌লিমা‌কে উদ্ধার ক‌রে ল‌ঞ্চে তু‌লে দেয়।

মোঃ আনোয়ার হো‌সেন আরও জানান, আকলিমাকে প্রাথমিক চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। বর্তমানে তিনি সুস্থ আছেন। ছিনতাইকারী ও ছিনিয়ে নেয়া ব্যাগের সন্ধান পাওয়া যায়নি। যাত্রী আকলিমা বরগুনা জেলার আমতলী এলাকার আবুল হো‌সেনের স্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply