প্রথম মাসেই হত্যা করা হয় ৬৭০০ রোহিঙ্গাকে: এমএসএফ

|

গত ২৫ আগস্ট মিয়ানমারের রাখাইনে হত্যাযজ্ঞ শুরুর পর এখন পর্যন্ত কমপক্ষে ৯ হাজার রোহিঙ্গা নিহত হয়েছে। সহিংসতা শুরুর প্রথম মাসেই মিয়ানমার সেনাবাহিনীর হত্যাকাণ্ডের শিকার হয়েছে ৬ হাজার ৭০০ রোহিঙ্গা। নিহতদের মধ্যে ৭৩০ জনের মতো ৫ বছর বয়সী শিশুও রয়েছে।

মিয়ানমার বাহিনীর হত্যা-নির্যাতনের শিকার হয়ে বাংলােেদশ পালিয়ে এসে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের সংখ্যার ওপর ভিত্তি করে মেডিসিন্স সানস ফ্রান্ট্রিয়ার্স (এমএসএফ) নামে একটি সংস্থার জরিপে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে মিয়ানমার কর্তৃপক্ষ নিহতের সংখ্যা ৪০০ বললেও বাস্তবে তার সংখ্যা অনেক বেশি বলেও জানিয়েছে সংস্থাটি। এমএসএফ তাদের জরিপে বলেছে, মিয়ানমার কর্তৃপক্ষের ছড়িয়ে দেয়া সহিংসতার চিহ্ন এখনো পরিষ্কার রয়েছে।

সংস্থাটি তাদের জরিপে আরও বলেছে, গত আগস্ট থেকে গত ৭ ডিসেম্বর প্রকাশিত সর্বশেষ হিসাব অনুযায়ী ৬ লাখ ৪৭ হাজার রোহিঙ্গা পালিয়ে এসেছে বাংলাদেশে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply