কোলবালিশের ভেতরে গাঁজা!

|

সুনামগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জের তাহিরপুরে কোলবালিশের ভেতরে লুকিয়ে রাখা ১০ কেজি গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন বাংলাদেশ (বিজিবি)। রোববার দুপুরে উপজেলার সীমান্তবর্তী শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট পশ্চিমপাড়া এলাকার দুলাল মিয়ার বাড়ি থেকে গাঁজা গুলো উদ্ধার করা হয়।

বিজিবি জানায়, বিজিবি-২৮ এর তাহিরপুর চারাগাও বিওপির একটি টহল দল রোববার উপজেলার সীমান্তবর্তী শ্রীপুর উত্তর ইউনিয়নের লালঘাট পশ্চিমপাড়া এলাকার মাদক কারবারি দুলাল মিয়ার বাড়িতে অভিযান চালায়। আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিতে দুলাল শিশুদের কোল বালিশের ভেতরে অভিনব কায়দায় গাঁজা লুকিয়ে রাখে। বিজিবি সদস্যরা বসত ঘরে অভিযান চালিয়ে খাটের রাখা উপরে রাখা শিশুদের কুল বালিশের ভেতর থেকে প্রায় ১০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করে। এসময় বিজিবির উপস্থিতি টের পেয়ে দুলাল মিয়া পালিয়ে যায়।

দুলাল লালঘাট পশ্চিমপাড়ার মৃত লাল চাঁনের পুত্র।

বিজিবি-২৮ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল মো. মাকসুদুল আলম বলেন, উদ্ধারকৃত গাঁজার মূল্য ৩৫ হাজার টাকা, এব্যাপারে বিজিবি বাদী হয়ে তিন জনের বিরুদ্ধে তাহিরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply