‘ক্লাইমেট ইমারজেন্সি’র দাবিতে ধর্মঘট

|

পটুয়াখালী প্র‌তি‌নি‌ধি
ভবিষ্যৎ প্রজন্মের নিরাপদ বিশ্বে সুরক্ষিত পরিবেশ ও জলবায়ু পরিবর্তনের ঝুঁকি কমাতে এবং শূন্য কার্বন নিঃসরণের জন্য “ক্লাইমেট ইমারজেন্সি” ঘোষণার দাবিতে জলবায়ু ধর্মঘট করেছেন শিশু ও তরুণরা। সোমবার সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনের শিশু ও তরুণরা এ ধর্মঘট ও মানববন্ধন কর্মসূচি পালন করেন। এরপর একটি পদযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে লঞ্চ টার্মিনালের সামনে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ইউনিসেফ এর সহযোগিতা ও ১২টি তরুণ সংগঠনের সমন্বয়ে জলবায়ু অবরোধ সপ্তাহ উদযাপন গ্রুপের উদ্যোগে এ কর্মসূচি আয়োজন করা হয়।

এসময় ধর্মঘটে অংশ নেওয়া শিক্ষার্থীদের হাতে বৈশ্বিক ভাবে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও ঝুকি নিরসনের উদ্যোগ গ্রহণ ও জলবায়ু অনুদান লেখা সংবলিত বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply