‘রোহিঙ্গাদের ভরণপোষণে আরও ২৭ কোটি ডলারের অর্থসহায়তা দেবে যুক্তরাষ্ট্র’

|

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন- ফাইল ছবি

বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের ভরণপোষণে, আগামী এক বছরে সরকারকে আরও ২৭ কোটি ডলারের অর্থসহায়তা দেবে যুক্তরাষ্ট্র। জানিয়েছেন, পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন। তিনি বলেন, এ নিয়ে মোট প্রয়োজনীয় সহায়তার ৬০ ভাগের মতো প্রতিশ্রুতি মিলেছে।

জাতিসংঘে বাংলাদেশ মিশনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মন্ত্রী জানান, সংকটের দু’বছর পেরিয়ে গেলেও রোহিঙ্গা ইস্যুতে পশ্চিমা বিশ্বের আগ্রহ কমেনি। এসময়, মিয়ানমারের ওপর চাপ প্রয়োগে যুক্তরাষ্ট্র নতুন কিছু নিষেধাজ্ঞা আরোপ করতে পারে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি মাসুদ বিন মোমেন ও প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম এসময় উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply