অবৈধ স্থাপনা উচ্ছেদে ঢাকার দুই সিটি করপোরেশনের অভিযান

|

রাজধানীর ফুটপাত দখলমুক্ত ও অবৈধ দোকান উচ্ছেদ করতে অভিযান চালিয়েছে ঢাকার দুই সিটি করপোরেশন। সকালে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রথমে গুলিস্তানের গোলাপ শাহ মাজার থেকে অভিযান শুরু করে।

সেখানে বেশকিছু ভ্রাম্যমাণ দোকান উচ্ছেদ করা হয়। এরপর মতিঝিল টয়োটা বিল্ডিংয়ের সামনে অভিযান চালানো হয়। ফুটপাত থেকে সরানো হয় ভ্রাম্যমাণ দোকান।

এদিকে গুলশানের ডিএনসিসি মার্কেটে অবৈধভাবে গড়ে তোলা ৩৬টি দোকানসহ একটি অফিস ভেঙে দিয়েছে উত্তর সিটি করপোরেশন। এসময়, অনুমোদন ছাড়া কোন অবৈধ স্থাপনা না গড়ার আহ্বান জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট। আবার অবৈধ স্থাপনা গড়ে তোলা হয় তাহলে ভবিষ্যতেও ভেঙে দেওয়া হবে বলে জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply