টি-টোয়েন্টিতে বাংলাদেশের সেরা সাকিব

|

ঘরের মাঠে সদ্য সমাপ্ত ত্রিদেশীয় সিরিজে ব্যাট হাতে সফল ছিলেন সাকিব আল হাসান। চার ইনিংসে করেন ৯৬ রান। এর মধ্যে চট্টগ্রামে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ উইনিং ৭০ রানের ইনিংস রয়েছে তার। সেই সুবাদে আইসিসি টি-টোয়েন্টি ব্যাটিং র‌্যাংকিংয়ে পাঁচ ধাপ এগিয়েছেন তিনি। ৩২ নম্বরে উঠে এসেছেন বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক।

গতকাল বুধবার র‌্যাংকিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে যৌথভাবে শীর্ষস্থান শেয়ার করেছেন সাকিব। টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে স্বদেশী বোলারদের মধ্যেও সবার ওপরে তিনি।

যদিও একধাপ অবনতি ঘটেছে দেশসেরা অলরাউন্ডারের। নবম থেকে অষ্টম স্থানে নেমে গেছেন এ বাঁহাতি স্পিনার। দেশের বোলারদের মধ্যে এগিয়েছেন মোহাম্মদ সাইফউদ্দিন। ত্রিদেশীয় সিরিজের আগে র‌্যাংকিংয়ে শীর্ষ ১০০ জনের বাইরে ছিলেন তিনি। চার ম্যাচে ৭ উইকেট নিয়ে ৮০ নম্বরে উঠেছেন সাইফ।

টি-টোয়েন্টিতে আন্তর্জাতিক ব্যাটসম্যানদের র‌্যাংকিংয়ে শীর্ষে পাকিস্তানের বাবর আজম। তার রেটিং পয়েন্ট ৮৯৬। ৮১৫ রেটিং পয়েন্ট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। নিউজিল্যান্ডের কলিন মানরো ৭৯৬ রেটিং পয়েন্ট নিয়ে রয়েছেন তিনে।

বোলারদের র‌্যাংকিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছেন রশিদ খান। দ্বিতীয় ও তৃতীয় স্থানে যথাক্রমে রয়েছেন পাকিস্তানের দুই তরুণ ইমাদ ওয়াসিম ও শাদাব খান।

অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সবার ওপরে আছেন অস্ট্রেলিয়ার গ্লেন ম্যাক্সওয়েল। ৩৫ পয়েন্ট পিছিয়ে দুইয়ে সাকিব। তিনে আছেন আফগানিস্তানের মোহাম্মদ নবী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply