ফুটপাত দখলমুক্ত করতে সিটি করপোরেশনের উচ্ছেদ অভিযান

|

ফুটপাত দখলমুক্ত করতে রাজধানীর কারওয়ানবাজারে উচ্ছেদ অভিযান চালিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন। এসময় ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।

সকাল থেকে শুরু হওয়া অভিযানে নেতৃত্ব দেন ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম। তিনি বলেন, একটি মহল চাঁদার জন্য জনগণের ফুটপাত দখল করে রেখেছে। এমনকি সিটি করপোরেশনের জায়গা দখল করে গড়ে তোলা হয়েছে ক্লাব। এসব দখলদারদের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়ে মেয়র তাদের ফুটপাত ছেড়ে দিতে বলেন। ফুটপাত দখলে রেখে রাজনৈতিক কিংবা অন্য কোন পরিচয় দিয়ে সাধারণ মানুষকে হয়রানি করতে দেয়া হবে না বলেও জানান মেয়র।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply