প্রধানমন্ত্রীর সঙ্গে বিল গেটসের সাক্ষাৎ

|

নিউইয়র্কে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে হোটেল লোটে প্যালেসে সাক্ষাৎ করেছেন বিশ্বের শীর্ষ ধনী এবং বিল অ্যান্ড মেলিন্ডা ফাউন্ডেশনের কো-চেয়ারম্যান, বিল গেটস।

টিকাদান কর্মসূচিতে বাংলাদেশের সফলতার প্রশংসা করেন তিনি। প্রধানমন্ত্রী ‘ভ্যাকসিন হিরো’ সম্মাননা পাওয়ায় তাকে অভিনন্দন জানান বিল গেটস। পররাষ্ট্রমন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, ন্যাশনাল নিউরো ডেভেলপমেন্ট ডিজঅর্ডার অ্যান্ড অটিজম অব বাংলাদেশের চেয়ারপারসন সায়মা ওয়াজেদ পুতুল।

পরে আন্তর্জাতিক অপরাধ আদালত- আইসিসির কৌশুলি ফাতু বেনসুদা সাক্ষাৎ করেন প্রধানমন্ত্রীর সাথে। মিয়ানমারে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনা নিয়ে শেখ হাসিনার সাথে কথা বলেন তিনি। প্রস্তাব দেন, এ বিষয়ে সমঝোতা স্মারক সইয়ের। নীতিগতভাবে তাতে রাজি হলেও, বিষয়টিতে মিয়ানমারকে সম্পৃক্ত করার তাগিদ দেন প্রধানমন্ত্রী।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply