আফগানিস্তানে প্রেসিডেন্ট নির্বাচনে ভোট গ্রহণ শুরু

|

কঠোর নিরাপত্তার মধ্যে আফগানিস্তানে শুরু হয়েছে প্রেসিডেন্ট নির্বাচনের ভোটগ্রহণ। হামলার শঙ্কায় দেশজুড়ে মোতায়েন রয়েছে নিরাপত্তা বাহিনীর দেড় লাখ সদস্য।

পাঁচ হাজার কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করার কথা রয়েছে ৯৬ লাখ নাগরিকের। যদিও ভোটপূর্ব জরিপ বলছে, তালেবানের হামলার হুমকিতে কেন্দ্রে যাবেন না অর্ধেকের বেশি ভোটার।

কারচুপি এড়াতে, ব্যালটে আঙুলের ছাপভিত্তিক বায়োমেট্রিক ভোটিং সিস্টেম ব্যবহৃত হবে সারা দেশে। তিন সপ্তাহ পরে হবে ফল প্রকাশ। কোনো প্রার্থী ৫০ শতাংশের বেশি ভোট না পেলে, দ্বিতীয় দফায় নির্বাচন হবে নভেম্বরে।

নির্বাচনে প্রেসিডেন্ট প্রার্থী ১৮ জন হলেও, মূল প্রতিদ্বন্দ্বী বর্তমান প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং প্রধান নির্বাহী আব্দুল্লাহ আব্দুল্লাহ। ২০১৪ সাল থেকে ক্ষমতা বণ্টনের ভিত্তিতে যৌথভাবে দেশ শাসন করছেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply