পুরুষের ত্বক ভালো রাখার কৌশল

|

অনেকে মনে করেন রুপচর্চা শুধু নারীদের জন্য।এ ধারণা মোটেও ঠিক নয়। নারী-পুরুষ উভয়ের ত্বকের যত্ন নেয়া প্রয়োজন। কারণ আপনার বয়স বাড়ার সঙ্গে কিন্তু ত্বকের বয়সও বেড়ে যায়।

ছেলেদের ত্বকের যত্নের কিছু পরামর্শ জানিয়েছে জীবনধারা বিষয়ক ওয়েবসাইট বোল্ডস্কাই।

আসুন জেনে নেই পুরুষের ত্বকের যত্নে কি করবেন?

১.পুরুষের ত্বক নারীদের চেয়ে শক্ত হওয়ায় ধুলাবালি ও ময়লায় ত্বক দ্রুত নষ্ট হয়ে যায়। তাই ত্বকের যত্নে ব্যবহার করতে পারেন ক্লিনজার। ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করলে ত্ব ভালো থাকবে।

২. নিয়মিত দাড়ি শেভ করলে আপনাকে স্মার্ট লাগবে।গোসলের পর দাড়ি শেভ করা সবচেয়ে ভালো।শেভ করার জন্য রেজর ভাছুন যেটি গালের জন্য ভালো। আর সেটিই নিয়মিত ব্যবহার করুন।

৩. চোখের নিচের কালচে হয়ে যায় অনেকের। এ কালো অংশের বয়স বাড়লে দেখা দেয় বলিরেখা। চোখের নিচে হাইড্রেটিং ক্রিম নিয়মিত লাগান।

৪. মুখের ত্বককে সূর্যের আলো থেকে বাঁচাতে নিয়মিত সানস্ক্রিন ব্যবহার করুন। এটি সূর্যের ক্ষতিকর রস্মি থেকে ত্বককে বাঁচিয়ে রাখে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply