মোবাইল চুরিকে কেন্দ্র করে স্কুলছাত্র হত্যা মামলায় আসামির যাবজ্জীবন

|

স্টাফ রিপোর্টার,মানিকগঞ্জ
মানিকগঞ্জে আলোচিত স্কুলছাত্র নয়ন হত্যা মামলায় একজনের যাবজ্জীবন ও অপরজনের ১০ বছরের কারাদণ্ড হয়েছে। একই সাথে প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৩ মাসের সশ্রম কারাদণ্ডাদেশ দেয়া হয়। রোববার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মমতাজ বেগম আসামিদের উপস্থিতিতে এই রায় প্রদান করেন।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামি মো.রাকিব নূর হৃদয়। তিনি মানিকগঞ্জ পৌরসভার বান্দুটিয়া এলাকার মৃত আইয়ুব আলীর ছেলে। ১০ বছর কারাদণ্ডপ্রাপ্ত আসামি মো.রাকিব বান্দুটিয়া এলাকার আসাদুজ্জামান সালামের ছেলে।

মামলার বিবরণে জানা যায়,২০১৩ সালের ২৬ নভেম্বর মানিকগঞ্জ শহরের বান্দুটিয়া এলাকায় একটি মোবাইল ফোন চুরির ঘটনাকে কেন্দ্র করে দশম শ্রেণির ছাত্র নয়নের বুকে ছুরিকাঘাত করে আসামিরা । পরদিন চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে তার মৃত্যু হয়। এঘটনায় নয়নের চাচা মোঃ ফরিদ আল মাহমুদ বাদী হয়ে হৃদয় ও রাকিবের নামে থানায় মামলা দায়ের করেন। পরবর্তীতে পুলিশ তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেন।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী আহসান হাবিব এবং আসামি পক্ষে আইনজীবী একেএম আজিজুল হকসহ কয়েকজন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply