এবার কলকাতাতে অনুষ্ঠিত হবে আইপিএল ২০২০ এর নিলাম

|

চিরচরিত প্রথা ভেঙ্গে এবার কলকাতাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে আইপিএল’র নিলাম। আগামী ১৯ ডিসেম্বর কলকাতাতে অনুষ্ঠিত হতে যাচ্ছে ২০২০ আইপিএল’র নিলাম।

এরআগে বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতো আইপিএল এর নিলাম পর্ব।

ইএসপিএন ক্রিকইনফো’র তথ্যমতে, আগামী বছর ফ্র্যাঞ্চাইজিগুলি ভেঙে ফেলার আগে ২০২০ সালের আইপিএল নিলামটি কলকাতাতেই হবে । এরপরেই একেবারে নতুন ভাবে ২০২১ সালের আইপিএল স্কোয়াড গড়া হবে। ২০১৮ সালের জানুয়ারিতে, সর্বশেষ বড় নিলামটি অনুষ্ঠিত হয়েছিল যখন ফ্র্যাঞ্চাইজিগুলি নতুন স্কোয়াড তৈরির আগে পাঁচজন খেলোয়াড়কে ধরে রাখার অনুমতি পায়। জানা গেছে, আটটি আইপিএল ফ্র্যাঞ্চাইজির ট্রেডিং উইন্ডো বন্ধ হবে আগামী ১৪ নভেম্বর।

আসন্ন আইপিএল সংস্করণের জন্য, সমস্ত ফ্র্যাঞ্চাইজি নিজেদের দল তৈরির জন্য মূলত ৮৫ কোটি টাকা বরাদ্দ করেছে। তবে, প্রতিটি ফ্র্যাঞ্চাইজিই গত নিলাম থেকে তাদের কিটিগুলিতে থাকা ব্যালেন্স ছাড়াও তিন কোটি টাকা অতিরিক্ত বাজেট রাখতে পারবে।

এবারের আইপিএল এ সবচেয়ে বেশি ব্যয় করেছে দিল্লি ক্যাপিটালস ৮.২ কোটি টাকা, তারপরেই রয়েছে রাজস্থান রয়্যালস (৭.১৫ কোটি টাকা), কলকাতা নাইট রাইডার্স (৬.০৫ কোটি টাকা), সানরাইজার্স হায়দরাবাদ (৫.৩ কোটি টাকা), কিংস ইলেভেন পাঞ্জাব (৩.৭ কোটি টাকা) ), চেন্নাই সুপার কিংস (৩.২ কোটি টাকা), মুম্বাই ইন্ডিয়ান্স (৩.০৫ কোটি টাকা) এবং রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (১.৮ কোটি)।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply