হেলমেট আছে তো জ্বালানি আছে

|

হেলমেট আছে তো জ্বালানি আছে এই স্লোগানে সিলেট মহানগরীতে সচেতনতামূলক কার্যক্রম শুরু করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। মোটরসাইকেল চালকদের হেলমেট ব্যবহারে সচেতন করার জন্যই তাদের এই কর্মসুচি । মঙ্গলবার দুপুরে মিরাবাজারে একটি সিএনজি ফিলিং স্টেশনে এই কার্যক্রম উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ শফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন সিলেট সিএনজি এন্ড ফিলিং ষ্টেশন ওনার্স এসোসিয়েশনের নেতৃবৃন্দ । আজ থেকে সিলেট মহানগরীতে হেলমেট ছাড়া কাউকেই জ্বালানি দেয়া হবে না বলে জানান তারা।

পুলিশ জানায়, সিলেট শহরে মোটরবাইক চালকদেরকে সচেতন করতেই তাদের এই কার্যক্রম । কেউ যদি হেলমেট ছাড়া মোটরসাইকেল চালায় তাহলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানায় পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply