দেশের নদ নদীর পানি বাড়ছে

|

উজানের ঢল ও বৃষ্টিতে দেশের প্রধান প্রধান নদ নদীর পানি বাড়ছে।

পদ্মা নদীর হার্ডিঞ্জ ব্রিজ, গোয়ালন্দ ও সুরেশ্বর পয়েন্টে পানি বিপৎসীমার উপরে প্রবাহিত হচ্ছে। এতে নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দি হয়ে পড়েছে রাজশাহী, কুষ্টিয়া ও চাঁপাইনবাবগঞ্জের অন্তত ১০ হাজার পরিবার। তলিয়ে গেছে মাঠের সবজি। বিঘ্নিত হচ্ছে আগাম রবি শষ্যের আবাদ। পানি বেড়ে ঘূর্ণি ও ভাঙন দেখা দেয়ায় দৌলতদিয়া ঘাটের একটি অংশে পারাপার বন্ধ আছে। বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী এক সপ্তাহ পানি বৃদ্ধির এ ধারা অব্যাহত থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply