কিশোরগঞ্জে দুই সপ্তাহে সড়ক দুর্ঘটনায় নিহত ১৫

|

কিশোরগঞ্জে বেড়েই চলেছে সড়ক দুর্ঘটনা। গেলো দুই সপ্তাহে মারা গেছেন ১৫ জন। দুর্ঘটনার জন্য বেপরোয়া গতি আর চালকের অদক্ষতাকে মূল কারণ বলছেন যাত্রীরা। যদিও চালকদের দাবি মহাসড়কে অবৈধ তিন চাকার যানবাহনের কারণেই দুর্ঘটনা ঘটছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে আইনের কঠোর প্রয়োগের বিকল্প নেই বলছেন নাগরিক সমাজের প্রতিনিধিরা।

পুলিশের তথ্য অনুযায়ী, চলতি বছর জেলায় সড়কে প্রাণ গেছে ৫৭ জনের। যদিও বেসরকারি হিসাবে এই সংখ্যা একশ’রও বেশি। শুধুমাত্র গেলো ১৫ দিনেই সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন ৭ শিশুসহ ২২ জন। দুর্ঘটনার জন্য যানবাহনের বেপরোয়া গতি আর চালকের অদক্ষতাকেই দুষছেন যাত্রীরা।

তবে ভারী যান চালকদের দাবি, সড়কে অবৈধ তিন চাকার যানবাহনের কারণেই বেশিরভাগ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশের দাবি, মহাসড়কে অবৈধ যান চলাচল ঠেকাতে তৎপর তারা। ফিটনেসবিহীন গাড়ি ও লাইসেন্সবিহীন চালকদের বিরুদ্ধেও নিয়মিত ব্যবস্থা নেয়া হয়।

আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত না হলে সড়কে মৃত্যুর মিছিল থামবে না বলছেন, নাগরিক সমাজের প্রতিনিধিরা।
সড়কে শৃঙ্খলা ফেরাতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি জনসচেতনতার ওপর জোর দিচ্ছে পুলিশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply