ইরানি প্রেসিডেন্টকে বার্তা পাঠানোর মন্তব্য ‘যথাযথ না’: সৌদি পররাষ্ট্র প্রতিমন্ত্রী

|

অন্য দেশের মাধ্যমে ইরানি প্রেসিডেন্টকে বার্তা পাঠাচ্ছে রিয়াদ বলে যে দাবি তেহরান করছে তা যথাযথ নয় বলে জানিয়েছেন সৌদি আরবের পররাষ্ট্র প্রতিমন্ত্রী আদেল আল-জুবায়ের।

মঙ্গলবার টুইটারে এক বার্তায় জুবায়ের বলেন, ইরান সরকারকে সৌদি আরব বার্তা পাঠাচ্ছে বলে যে দাবি করা হচ্ছে, তা যথাযথ না।

তিনি বলেন, যা ঘটছে, তা হচ্ছে বন্ধু দেশগুলো পরিস্থিতিকে শান্ত করার চেষ্টা করছে। আমরা তাদের বলেছি- সৌদি আবর সবসময় এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা চায়।

জুবায়ের বলেন, সেই পক্ষের কাছ থেকে পরিস্থিতি শান্ত করার প্রস্তাব আসতে হবে, যারা এ অঞ্চলে বিশৃঙ্খলা ও বৈরী কার্যক্রম চালাচ্ছে।

এদিকে ইরানের সঙ্গে প্রথমবারের মতো একটি বৈঠকের আয়োজনে ইরাকি প্রধানমন্ত্রী আদেল আবদুল মাহদিকে সবুজ সংকেত দিয়েছে সৌদি আরব।

আঞ্চলিক উত্তেজনা কমিয়ে আনতে এমন উদ্যোগ নেয়া হয়েছে বলে মিডল ইস্ট আইয়ের খবরে বলা হয়েছে।

ইরাকি প্রধানমন্ত্রীর কার্যালয়ের আব্বাস আল-হাসনাওয়ি নামে এক কর্মকর্তা মঙ্গলবার বলেন, তেহরান ও রিয়াদের নেতৃবৃন্দের বৈঠকের আয়োজন করতে মধ্যস্থতায় ভূমিকা রাখছেন আবদুল মাহদি।

আলোচনার শর্ত জানতে দুপক্ষের সঙ্গেই তিনি যোগাযোগ রক্ষা করছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply