শীর্ষ সন্ত্রাসী জিসানকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু

|

মালিবাগে দুই ডিবি পুলিশ হত্যার আসামী ও শীর্ষ সন্ত্রাসী জিসানকে দুবাইয়ে আটকের পর ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু হয়েছে।

পুলিশ সদর দফতরের ন্যাশনাল সেন্ট্রাল ব্যুরো বিভাগের এআইজি মহিউল ইসলাম যমুনা নিউজকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানিয়েছেন, গ্রেফতারের পর বাংলাদেশে ফিরিয়ে আনার কার্যক্রম শুরু হয়েছে। ২০০৩ সালে মালিবাগে দুই ডিবি পুলিশ হত্যার পর বিদেশে পালিয়ে যায় শীর্ষ সন্ত্রাসী জিসান।

জানা গেছে, সে দুবাইয়ে ভারতীয় পাসপোর্ট ব্যবহার করতো। আলী আকবর চৌধুরী নাম দিয়ে আসামের একটি গ্রামের ঠিকানায় সেই পাসপোর্ট করে সে। চাঁদাবাজি ও টেন্ডারবাজিতে একসময় রাজধানীর গুলশান, বনানী, বাড্ডা, মতিঝিলসহ বেশ কিছু অঞ্চলে তার একচ্ছত্র আধিপত্য ছিল। বিদেশে পালিয়ে যাওয়ার পর ইন্টারপোল তার নামে রেড অ্যালার্ট জারি করে পুলিশ সদর দপ্তর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply