হংকংয়ে মুখোশ পড়ে বিক্ষোভে অংশ নেয়া নিষিদ্ধ করলো কর্তৃৃপক্ষ

|

হংকংয়ে চলমান আন্দোলনকে দমাতে এবার নতুন আইন জারি করলো কর্তৃপক্ষ। বিক্ষোভকারীদের মুখোশ পড়ে প্রতিবাদে অংশ নেয়াকে নিষিদ্ধ করা হয়েছে।

শুক্রবার এই ঘোষণা দেন হংকংয়ের প্রধান নির্বাহী ক্যারি লাম।

ক্যারি লাম বলেন, মুখোশধারী বিক্ষোভকারীদের আড়ালে বিদেশিরা আন্দোলনে ইন্ধন দিচ্ছে। প্রতিবাদের নামে ধ্বংস করা হচ্ছে হংকংকে। আন্দোলনের নামে কোনোভাবেই এই সন্ত্রাসী কার্যক্রমকে মেনে নেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তিনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে মুখোশধারী কাউকে দেখলেই গ্রেফতার করা হবে বলেও জানান ক্যারি লাম।

এদিকে, প্রধান নির্বাহীর এই বক্তব্যকে সাম্রাজ্যবাদী আচরণ আখ্যা দিয়েছে বিক্ষোভকারীরা। প্রশাসনের চাপ সত্ত্বেও আন্দোলন অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন তারা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply