রাঙ্গাবালীতে চোলাই মদসহ আটক ২

|

পটুয়াখালী প্রতিনিধি
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় অভিযান চালিয়ে চোলাই মদ তৈরির উপকরণ ও মাদকসহ দুইজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে মদ তৈরির ঘাঁটি হিসেবে পরিচিত উপজেলার তুলাতুলী গ্রামের মৃদুপাড়া রাখাইন পল্লীতে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হল-ওই ইউনিয়নের কাজিকান্দা গ্রামের মৃত পংসে রাখাইনের ছেলে পুটুসে রাখাইন (৫২) ও কেউর হাওলা গ্রামের মনির প্যাদার ছেলে সোহাগ প্যাদা (১৯)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে মৃদুপাড়া রাখাইন পল্লীতে রাখাইনদের একটি চক্র চোলাই মদ তৈরি ও বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাত ১১ টায় রাঙ্গাবালী থানার ওসির নেতৃত্বে পুলিশের একটি দল ওই পল্লীতে অভিযান চালায়। এসময় মদ তৈরির ৪০ লিটার উপকরণ এবং বিভিন্ন সরঞ্জাম, ৫ লিটার মদ ও ১০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। একইসঙ্গে ঘটনাস্থল থেকে এক রাখাইনসহ দুইজনকে আটক করা হয়।

রাঙ্গাবালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ বলেন, রাখাইন পল্লী থেকে আটক হওয়া ওই দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে সোমবার সকালে গলাচিপা আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত থাকবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply