১৯ জন কোনো না কোনোভাবে জড়িত, সবার ফাঁসি চাই: আবরারের বাবা

|

মামলায় উল্লেখ করা ১৯ জন কোনো না কোনোভাবে হত্যাকাণ্ডের সাথে জড়িত বলে দাবি করেছেন খুন হওয়া বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের বাবা বরকতুল্লাহ।

সুষ্ঠু বিচারের দাবি জানিয়ে তিনি বলেছেন, জড়িত সবার ফাঁসি চান তিনি।

সোমবার সন্ধ্যায় বুয়েট ক্যাম্পাসে বরকতুল্লাহ সাংবাদিকদের কাছে এমন দাবি করেন।

বিকেল পৌনে ৫টার দিকে ক্যাম্পাসে আসেন বেসরকারি সংস্থা ব্র্যাক’র সাবেক এই কর্মকর্তা। জানা যায় ছেলের লাশ নিতে তিনি ঢাকায় এসেছেন।

প্রসঙ্গত, আবরার বুয়েটের ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৭তম ব্যাচের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। তার বাড়ি কুষ্টিয়া জেলায়। রোববার (৬ অক্টোবর) দিবাগত রাত ৮টার দিকে শের-ই বাংলা হলের ১০১১ নম্বর কক্ষ থেকে কয়েকজন আবরারকে ডেকে নিয়ে যায়। এরপর রাত দুইটা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে শের-ই বাংলা হলের একতলা ও দুই তলার মাঝখানের সিঁড়ি থেকে আবরারের মরদেহ উদ্ধার করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply