‘দাবি মেনে নিচ্ছি বললেও কথা শোনেননি ভিসি’

|

আবরার হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে আন্দোলনরত বুয়েট শিক্ষার্থীদের দাবি ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম তাদের দাবি মেনে নেওয়ার কথা বললেও তাদের কোনো কথা সেভাবে শোনেননি। প্রশ্নের উত্তরও দেননি। তারা দাবির বাস্তবায়ন দেখতে চান। সে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের কোনো শিক্ষা কার্যক্রমে তারা অংশ নেবেন না।

ভিসি কার্যালয়ের গেটের ভেতর বাহিরে তালা লাগানো। শিক্ষার্থীরা জানান, মধ্যরাতে বিভিন্ন ব্যাচের মধ্যে আলোচনা করে তারা সকালে পরবর্তী সিদ্ধান্ত জানাবেন।

এর আগে, আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রায় ৩৬ ঘণ্টা পর শিক্ষার্থীদের সামনে আসেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম। শিক্ষার্থীরা মঙ্গলবার সন্ধ্যা ৫টার মধ্যে সামনে এসে কথা বলার আলটিমেটাম দিলেও সন্ধ্যা ৬টার দিকে তাদের সামনে হাজির হন ভিসি। এসময় শিক্ষার্থীদের তোপের মুখে পড়েন তিনি। শিক্ষার্থীদের উদ্দেশে ভিসি বলেন, তোমরা যা দাবি দিয়েছ তোমাদের দাবির সঙ্গে অ্যাগ্রি (একমত) করছি। আমরা নীতিগতভাবে সব দাবি মেনে নিচ্ছি।

এ সময় শিক্ষার্থীরা ভিসিকে দাবিগুলো পড়ে শুনিয়ে ঠিক কোন কোন দাবি মানা হল- তা জানতে চাইলে বিষয়টি এড়িয়ে চলে যেতে চান ভিসি।

একপর্যায়ে ভিসিকে শিক্ষার্থীরা প্রশ্ন করেন, আবরার হত্যার ঘটনার পর তিনি কেন ক্যাম্পাসে আসেননি? জবাবে ভিসি বলেন, আমি ক্যাম্পাসে ছিলাম। এ সময় শিক্ষার্থীরা ‘ভুয়া ভুয়া’ বলে স্লোগান দিতে শুরু করেন।

ভিসি বলেন, আমি সারাদিন মন্ত্রী মহোদয়ের সঙ্গে যোগাযোগ করেছি মিটিং করেছি। এগুলো না করলে দাবিগুলোর সমাধান হবে কীভাবে। সব তো আমার হাতে নেই। তোমাদের দাবির সঙ্গে আমি একমত। উদ্ভূত সমস্যা সমাধানের উপায় বের করা হচ্ছে। আমি কাজ করে যাচ্ছি।

স্যার আপনি কী কাজ করছেন? এক শিক্ষার্থীর এ প্রশ্নের উত্তরে ভিসি বলেন, তোমাদের এই ব্যাপারটি নিয়ে কাজ করছি। আমি রাত ১টা পর্যন্ত কাজ করেছি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply