বন্ধ হয়ে যাচ্ছে জাতিসংঘের কর্মকর্তা-কর্মচারীদের বেতন!

|

দশকের সবচেয়ে বড় অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে খোদ জাতিসংঘ। সদস্য দেশগুলো দ্রুত প্রদেশ অর্থ পরিশোধ না করলে, আটকে যেতে পারে কর্মকর্তা-কর্মচারীদের আগামী মাসের বেতন। মঙ্গলবার ১৯৩ সদস্যের সাধারণ পরিষদের বাজেট কমিটিকে একথা বলেন মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

মহাসচিব জানান, নভেম্বরে বেতন পরিশোধের মতোই পর্যাপ্ত তরল অর্থ নেই জাতিসংঘের। ফলে ঝুঁকি রয়েছে বিভিন্ন ধরনের সংস্কার কর্মসূচিসহ সংস্থাটির প্রায় সব কাজ ব্যাহত হওয়ার। জাতিসংঘের ২০১৯ সালের নিয়মিত বাজেটের পরিমাণ ৩৩০ কোটি ডলারের বেশি। কর্মীদের বেতনভাতা ছাড়াও যাতে অন্তর্ভুক্ত, রাজনীতি-মানবিক সহায়তা-নিরস্ত্রীকরণ-অর্থনীতি-সমাজকল্যাণ এবং যোগাযোগসহ নানা খাতের খরচ। চলতি বছর ১২৯টি দেশ ২শ’ কোটি ডলারের প্রদেয় অর্থ পরিশোধ করলেও; ঘাটতির বড় কারণ যুক্তরাষ্ট্র। সবচেয়ে বড় দাতা হিসেবে বাজেটের ২২ শতাংশের যোগান দেয়ার কথা দেশটির; যার কয়েকশ’ মিলিয়ন ডলার এখনও বাকি। বিশ্বের বিভিন্ন দেশে জাতিসংঘ পরিচালিত শান্তিরক্ষা মিশনের পৃথক বাজেটেও যুক্তরাষ্ট্রের অনুদান বাকি থাকায় তৈরি হয়েছে ঘাটতি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply