ট্রাম্পকে বিপাকে ফেললো দুই বিদেশী!

|

মার্কিন প্রেসিডেন্টের অভিসংশনের দাবিকে আরও জোরালো করলো দুই বিদেশির নাটকীয় গ্রেফতার। কৌসুলিদের অভিযোগ, ডোনাল্ড ট্রাম্পের নির্বাচনী কমিটি এবং অন্যান্য রাজনীতিককে অর্থ-সহায়তা দিতো তারা।

বুধবার রাতে, ভিয়েনা যাওয়ার পথে ডালাস বিমানবন্দর থেকে গ্রেফতার হন ইউক্রেন বংশোদ্ভুত লেভ পারনাস এবং জন্মসূত্রে বেলারুশের নাগরিক ইগোর ফ্রুম্যান।

তাদের বিরুদ্ধে মূল অভিযোগ, ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবী রুডি গিলানির হয়ে বাইডেনের বিরুদ্ধে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করতো।

এছাড়া, ট্রাম্পের পক্ষে সমর্থন জোটাতে কেন্দ্র এবং রাজ্যের প্রশাসনিক দফতরগুলোয় দিয়েছিলো ঘুষ।

২০২০ সালের নির্বাচনের আগে, নানা প্রচারক দলকে হাতে রাখতেও দুই ব্যবসায়ী ব্যয় করছিলেন অর্থ।

অবশ্য, গ্রেফতারকৃতদের চিনতে অস্বীকৃতি জানান খোদ মার্কিন প্রেসিডেন্ট। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে ফোনালাপ ফাঁস হওয়ার ঘটনায়, অভিসংশনের চাপে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply