বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ: আ স ম আব্দুর রব

|

বর্তমান সরকার রাষ্ট্র পরিচালনায় ব্যর্থ বলে দাবি করেছেন জাসদ সভাপতি আ স ম আব্দুর রব।

আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে দেশবিরোধী চুক্তি ও আবরার হত্যার প্রতিবাদে অআয়োজিত মানববন্ধনে তিনি এ দাবি করেন।

জাতীয় ঐক্য-ফ্রন্টের অন্যতম শীর্ষ এই নেতা বলেন, সরকার ভাবমূর্তি হারিয়েছে। আর ক্ষমতায় থাকার অধিকার নেই। অবিলম্বে পদত্যাগ করার দাবিও জানান তিনি।

অভিযোগ করে বলেন, সরকারের শীর্ষ নেতাদের নাম বেরিয়ে আসবে বলেই ইসমাইল চৌধুরী সম্রাটকে রিমান্ডে নেয়া হচ্ছেনা। অবিলম্বে সম্রাটকে রিমান্ডে নিয়ে দুর্নীতি ও ক্যাসিনোর রাঘব বোয়ালদের নাম প্রকাশের দাবিও জানান তিনি।

বুয়েটে ছাত্র রাজনীতি বন্ধের সমালোচনা করে সাবেক এই ছাত্রনেতা বলেন, লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ করতে হবে।

এসময় আগামী ২০ অক্টোবর ঢাকায় জাসদের বিক্ষোভ সমাবেশ কর্মসূচীর ঘোষণাও দেন আ স ম আব্দুর রব।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply