বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বিএনপি’র র‍্যালি

|

বিজয় দিবস উপলক্ষে রাজধানীতে বর্ণাঢ্য র‍্যালি করেছে বিএনপি। এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দেশে গণতন্ত্র নেই। আর গণতন্ত্র ফেরাতে জাতীয় ঐক্যের বিকল্প নেই। এসময় নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবিও জানান বিএনপি মহাসচিব।

বিজয় দিবসের এই কর্মসূচিতে অংশ নিতে দুপুর থেকেই হাজারো নেতাকর্মী জড়ো হতে থাকেন নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। নয়াপল্টন থেকে শুরু হয়ে মগবাজার মোড়ে গিয়ে শেষ হয় র‍্যালিটি।

র‍্যালি শুরুর আগে বক্তব্য রাখেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, ৪৬ বছর পরও স্বাধীনতার স্বপ্ন বাস্তবায়ন হয়নি।

এসময় তিনি অভিযোগ করেন, ক্ষমতায় টিকে থাকতেই বিএনপিকে নানাভাবে হয়রানি করছে সরকার। দেশে গণতন্ত্র নেই দাবি করে নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন দেয়ার দাবি জানান মির্জা ফখরুল। একইসাথে জানান জাতীয় ঐক্যের আহ্বান।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ সকল নেতাকর্মীর বিরুদ্ধে মিথ্যে মামলার প্রতিবাদে সোমবার বিক্ষোভ সমাবেশের ঘোষণা দেন বিএনপি মহাসচিব।

যমুনা অনলাইন: টিএফ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply