গোল উদযাপনে তুর্কি ফুটবলারদের ‘মিলিটারি স্যালুট’ নিয়ে বিতর্ক

|

ইস্তাম্বুলে আলবেনিয়ার বিরুদ্ধে ফুটবল ম্যাচ চলছিলো তুরস্কের। শুক্রবারের এই ম্যাচের এক পর্যায়ে জয়সূচক গোল করেন তুর্কি খেলোয়াড় জেংক তসুন। এরপর তুর্কি খেলোয়াড়রা মিলে গোলটি উদযাপন করতে ‘মিলিটারি স্যালুট’ ঠুকে দেন।

আর নিয়েই এখন চলছে বিতর্ক। বিভিন্ন পক্ষ থেকে অভিযোগ তোলা হচ্ছে খেলায় এমন রাজনৈতিক নিদর্শনের প্রদর্শন ঠিক হয়নি।

এর প্রেক্ষিতে উয়েফা কর্তৃপক্ষ জানিয়েছে, তারা বিষয়টি তদন্ত করে দেখবে।

শনিবার উয়েফার মিডিয়া প্রধান ফিলিপ টাউনসেন্ড ইতালির সংবাদ সংস্থা আনসা’কে বলেছেন, ব্যক্তিগতভাবে আমি এই বিষয়টি দেখিনি। যদি এমনটি হয়ে থাকে তাহলে সেটিকে উস্কানি হিসেবেই দেখা হবে।’ যেহেতু খেলার নিয়ম অনুযায়ী রাজনৈতিক প্রদর্শনী করা যাবে না, ফলে অবশ্যই আমরা এই বিষয়টি তলিয়ে দেখছি।’

গত কয়েকদিন ধরে সিরিয়ার উত্তরাঞ্চলে নিজেদের সীমান্তবর্তী এলাকায় সামরিক অভিযান চালাচ্ছে তুরস্কের সেনাবাহিনী। কুর্দি বিদ্রোহীদেরকে নিজেদের দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি মনে করে করে আঙ্কারা। ধারণা করা হচ্ছে, এই সামরিক অভিযানকে লক্ষ্য করেই ফুটবলাররা এই স্যালুট দিয়েছেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply