শি জিনপিংকে দারুণ এক শাল উপহার দিলেন মোদি

|

ভারত সফরে দারুণ এক শাল উপহার পেয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। তামিলনাড়ুর ঐতিহ্যবাহী হাতে বোনা শালটি তাকে উপহার দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। শালটিতে জড়ি-সুতার নকশায় ফুটিয়ে তোলা হয়েছে জিনপিংয়ের মুখাবয়ব। পাশাপাশি চীনের পতাকার রঙে চিত্রায়ণ করা হয়েছে নানা ফুলের নকশা। খবর এনডিটিভির।

৫৫০ গ্রাম ওজনের সিল্কের শালটি লম্বায় ৯০ ইঞ্চি আর প্রস্থে ৪৮ ইঞ্চি। রামালিঙ্গ সওদামবিগাই প্রতিষ্ঠানের তাঁতিরা অপূর্ব এ শালটির ডিজাইন করেছেন। এটি বুনতে সময় লেগেছে প্রায় এক মাস।

অন্যদিকে, ভারতীয় প্রধানমন্ত্রীকে একটি চীনামাটির ফলক উপহার দিয়েছেন জিনপিং। সেখানে আঁকা আছে মোদির ছবি। দু’দিনের সফরে গত শুক্রবার ভারত যান চীনা প্রেসিডেন্ট। নিজেদের মধ্যে সম্পর্কোন্নয়নের স্বার্থে বিভিন্ন বাণিজ্যিক বিষয়ে আলোচনা করেছেন তারা।

সফরের অংশ হিসেবে শনিবার তামিলনাড়ুর মামাল্লামপুরামে এক ঘরোয়া বৈঠকে অংশ নেন মোদি ও জিনপিং।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply