আদালতে নেয়া হয়েছে সম্রাটকে

|

অস্ত্র ও মাদক মামলায় গ্রেফতার ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের বহিষ্কৃত সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের (ক্যাসিনো সম্রাট) রিমান্ড আবেদনের শুনানির জন্য আদালতে নেয়া হয়েছে।
ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে এ রিমান্ড আবেদনের শুনানি হবে।

আদালত সূত্র জানায়, প্রথমে রমনা থানার নির্ধারিত আমলি আদালতে সম্রাটকে গ্রেফতার দেখানোর আবেদনের শুনানি হবে। আবেদন মঞ্জুর হলে অন্য আদালতে অনুষ্ঠিত হবে তার রিমান্ড আবেদনের শুনানি।

৭ অক্টোবর সম্রাটকে গ্রেফতার দেখানোর আবেদনসহ প্রত্যেক মামলায় তার ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়, যার শুনানির জন্য ৯ অক্টোবর ধার্য ছিল। কিন্তু তার আগেই কারা কর্তৃপক্ষ সম্রাটকে অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করায় ওই শুনানি পিছিয়ে ১৫ অক্টোবর ধার্য করেন আদালত। গত ১২ অক্টোবর এ আসামিকে হাসপাতাল থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে আনা হয়েছে।

সম্রাটের বিরুদ্ধে মাদক আইনের মামলাটিতে ঢাকা মহানগর যুবলীগের নেতা এনামুল হক আরমানও আসামি। এরই মধ্যে গত ৯ অক্টোবর তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। আজ সম্রাটের সঙ্গে তারও রিমান্ড শুনানি হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply