২০২১ সালে ৫জি প্রযুক্তি সেবা চালু: বিটিআরসি

|

২০২১ সালে ৫জি প্রযুক্তি সেবা চালু হবে। আর ২০২৬ সালের মধ্যে সারাদেশে এই সেবা পাবেন গ্রাহকরা। সকালে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে, ফাইভ-জি বিষয়ক সেমিনারে, এ তথ্য জানায় নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

সংস্থাটি জানায়, ফাইভ-জি’র গতি কত হবে তা এখনো নির্ধারণ হয়নি। ওয়ান জিবিপিএস থেকে শুরু করে, সর্বোচ্চ একশ’ জিবি পিএস পর্যন্ত হতে পারে। তবে এটা নির্ভর করছে, স্থানীয়ভাবে কি ধরণের চাহিদা তৈরি করবে; এবং এর জন্য কত টাকা ব্যয় করতে চায় গ্রাহক।

প্রযুক্তিবিদরা বলেন, প্রতিযোগিতামূলক বাজারে অবস্থান ধরে রাখতে, সক্ষমতা অর্জন করতে হবে। বাড়াতে হবে মানবসম্পদের দক্ষতা।

মোবাইল ফোন অপারেটররা বলেন, এই সেবা চালুর ক্ষেত্রে বেশ কিছু চ্যালেঞ্জ রয়েছে। এখনো অবকাঠামো পুরোপুরি তৈরি হয়নি। বরাদ্দ করতে হবে যথেষ্ট পরিমাণ তরঙ্গ।

টেলিযোগাযোগমন্ত্রী মোস্তফা জব্বার বলেন, ফাইভ জি চালুর সাথে সাথেই রোবটিক্স এবং ইন্টারনেট অফ থিংস এর বিস্তৃতি ঘটবে। আমূল পরিবর্তন আসবে শিল্প ও উৎপাদন ব্যবস্থাপনায়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply