সূতি ভি এম স্কুলের পুনর্মিলনীর নিবন্ধন চলছে

|

টাঙ্গাইল জেলার গোপালপুর উপজেলার প্রাণকেন্দ্রে বৈরাণ নদীর কোলে ঐতিহ্যবাহী বিদ্যা প্রাঙ্গন সূতি ভিক্টোরী মেমোরিয়াল পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয়। ১৯২০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধে বিজয়ের স্মৃতিস্বরূপ প্রতিষ্ঠিত বিদ্যালয়টি ২০২০ সালের ২ জানুয়ারি শতবর্ষ পূর্ণ করতে যাচ্ছে। দেশের রাজনীতি, শিক্ষা, ক্রীড়াঙ্গনসহ বিভিন্ন ক্ষেত্রে এই বিদ্যালয়ের শিক্ষার্থীরা রেখে চলেছে অসামান্য অবদান।

আগামী ৩ এবং ৪ জানুয়ারি ২০২০ বিদ্যালয় প্রাঙ্গনে শতবর্ষ উদযাপন ও প্রাক্তন শিক্ষার্থী পুনর্মিলনীর বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। দুই দিনের এই আয়োজনে থাকছে স্মৃত্মিচারণা, আড্ডা, আলোচনা সভা, খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে যোগ দেবেন দেশ বরেণ্য রাজনীতিবিদ, শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিরা। এই অনুষ্ঠানে বিদ্যালয়ের সাবেক-বর্তমান শিক্ষার্থীরা পরিবারসহ আমন্ত্রিত। শতবর্ষ আয়োজনে স্মরণিকা ও মিলনমেলায় অংশগ্রহণ নিশ্চিত করতে নিবন্ধন করার আহ্বান জানানো হয়েছে।

রেজিস্ট্রেশনের শেষ সময়ঃ ৩১ অক্টোবর, ২০১৯। বিদ্যালয় প্রাঙ্গনসহ গোপালপুর, টাঙ্গাইল ও ঢাকাসহ বিভিন্ন স্থানে নিবন্ধন ফর্ম পাওয়া যাচ্ছে।
অনলাইন রেজিষ্ট্রেশন: https://svmschool.edu.bd।
যোগাযোগ: ০১৮৫৯৫১৩২৮৭।
অনলাইন নিবন্ধনের জন্য যোগাযোগ: ০১৯১১-৯১৯০৮৯


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply