হাইকোর্টের নতুন ৯ অতিরিক্ত বিচারপতির শপথ

|

শপথ নিলেন সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া অতিরিক্ত ৯ বিচারপতি। সোমবার সকালে সুপ্রিমকোর্টের জাজেস লাউন্জে নতুন বিচারপতিদের শপথবাক্য পাঠ করান প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। শপথ অনুষ্ঠান পরিচালনা করেন হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার গোলাম রব্বানী।

এর আগে গত ২০ অক্টোবর রাষ্ট্রপতির আদেশক্রমে নতুন নিয়োগপ্রাপ্ত বিচারকদের নিয়ে প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। নতুন নিয়োগপ্রাপ্ত বিচারপতিরা হলেন কাজী এবাদত হোসেন, কে এম জাহিদ সারোয়ার, কাজী জিনাত হক, মো মাহমুদ হাসান তালুকদার, ড. জাকির হোসেন, সাহেদ নূর উদ্দীন, ড.আখতারুজ্জামান, এ কে এম জহিরুল হক ও মাহবুবুল ইসলাম।

সংবিধানের ৯৮ অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে মহামান্য রাষ্ট্রপতি তাদের নিয়োগ দেন। এ নিয়োগ শপথগ্রহণের দিন থেকে কার্যকর হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply