চট্টগ্রামে হত্যা মামলায় ৪ জনের মৃত্যুদণ্ড

|

চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় ১১ বছর আগে পূর্বশত্রুতার জেরে রঞ্জন সিংহ চৌধুরী নামে এক ব্যক্তিকে হত্যার দায়ে ৪ আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

একই রায়ে আরও দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক (ভারপ্রাপ্ত) মো. আবদুল হালিম এ রায় প্রদান করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই ট্রাইব্যুনালের পেশকার মো. সাঈদ।

ফাঁসির দণ্ডপ্রাপ্তরা হলেন মো. মহসিন, এমরান, ফোরকান ও আবদুল কাদের। এ ছাড়া আবদুল মোনাফ ও শাহাদাৎ হোসেন নামে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ডের পাশাপাশি ২ লাখ টাকা করে জরিমানা অনাদায়ে আরও ২ বছর করে দণ্ড দিয়েছেন আদালত।

তবে দণ্ডপ্রাপ্ত ৬ জনের মধ্যে আবদুল মোনাফ ছাড়া বাকিরা পলাতক রয়েছে বলে জানা গেছে।

আদালত সূত্রে জানা গেছে, পূর্ব বিরোধের জেরে ২০০৮ সালের ৮ মে বিকাল ৫টা থেকে রাত ৮টার মধ্যে উপজেলার চিকনদণ্ডী ইউনিয়নের আছাদনগর গ্রাম থেকে রঞ্জন সিংহ চৌধুরীকে তুলে পার্শ্ববর্তী যুগীরহাট এলাকায় নিয়ে হত্যা করে আসামিরা। এরপর তার লাশ একটি পুকুরে কচুরিপানার নিচে লুকিয়ে রাখে।

পরদিন ৬ জনকে আসামি করে হাটহাজারী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন রঞ্জনের স্ত্রী স্মৃতি রানী চন্দ। ওই মামলার তদন্ত শেষে পুলিশ ৬ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply